ঘুরে আসুন বিস্ময়কর প্রযুক্তির রোবটের দুনিয়া থেকে…
প্রযুক্তি, কতো ছোট একটা শব্দ। কিন্তু, আমাদের জীবনে এর ভূমিকা অপরিসীম, এককথায়, অন্বসীকার্য। আমাদের প্রতিদিনের সবচেয়ে কাছের বন্ধুটিই হচ্ছে প্রযুক্তি। প্রযুক্তি ছাড়া একটা দিনও কি আমরা কল্পনা করতে পারি! আজকে আমাদের যে সভ্যতা, এর গড়ে উঠার পেছনে সবচেয়ে বড় অবদানটি হচ্ছে এ প্রযুক্তির। আর এ প্রযুক্তির সবচেয়ে বড় ও বিস্ময়কর অবদানটি হচ্ছে “রোবট” বা “রোবট প্রযুক্তি”। হ্যাঁ, আজকে আমার লেখার বিষয় হচ্ছে এই “রোবট” বা “রোবট প্রযুক্তি”। রোবট হচ্ছে একটি স্বয়ংক্রিয় যন্ত্র বিশেষ, যা তার উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য সফলতার সাথে সম্পন্ন করতে পারে। আর এটি হচ্ছে রোবটিকস্
(Robotics) এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শাখা, যা আবার ইঞ্জিনিয়ারিং বিজ্ঞান এবং রোবট প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ। অন্যভাবে বলা যায়, রোবট সাধারণত একটি ইলেক্ট্রো-যান্ত্রিক ব্যবস্থা, যার কাজকর্ম, কাঠামো ও চলাফেরা দেখে মনে হয় সেটি নিজের ইচ্ছায় কাজ করছে, কারো দ্বারা এটি প্রভাবিত হচ্ছে না। মূলত, রোবট কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন একটি প্রোগ্রাম বিশেষ যার পরিবেশ বুঝে কাজ করার ক্ষমতা আছে এবং যা দক্ষভাবে সুনিয়ন্ত্রিত চলন প্রদর্শন করতে পারে।
আইকাব (iCub) রোবট
রোবট প্রযুক্তির প্রথম থেকেই চেষ্টা করা হচ্ছে এমন একটা রোবট বানানোর জন্য, যা পুরো মানুষের মতো চলাফেরা করবে, হাঁটতে পারবে মানুষের মতো সাবলীল ভঙ্গিমায়। এই লক্ষ্যে এখন পর্যন্ত অনেকগুলো রোবট বানানো হয়েছে, যারা মানুষের মতো দু’পায়ে হাঁটতে না পারলেও ৪, ৬ বা তার চেয়ে বেশি পা ব্যবহার করে হাঁটতে পারে। কিন্তু, আগেই বলেছি তারা কেউ সাধারণত মানুষের মতো দু’পা ব্যবহার করে না। এক্ষেত্রে কিছুটা সফল বলা যায় এই ‘আইকাব’ রোবটটিকে কারণ এটি মানুষের মতো দু’পা ব্যবহার করে হাঁটার সময়। তবে এদের চলার পথ মসৃণ হতে হয়। তবে ক্ষেত্রবিশেষে প্রয়োজন পড়লে এরা কিছুটা সিড়িও ভাঙ্গতে পারে। এদের প্রধান বিশেষত্ব এরা চলাফেরায় অনেকটা মানুষের মতো আচার-আচরণ প্রকাশ করে। আইকাব এর ডিজাইন করেছেন রোবটকাব কনসর্টিয়াম
(RobotCub Consortium)।
আরকিউ-৪ গ্লোবাল হক (RQ-4 Global Hawk)
আরকিউ-৪ গ্লোবাল হক হচ্ছে মানুষ ব্যতীত স্বয়ংক্রিয়ভাবে চালিত একটি রোবট বিমান, যা
unmanned aerial vehicle (UAVs) নামেও পরিচিত। এই রোবট বিমানটি পরিচালনার ক্ষেত্রে মানুষের কোনো রূপ সম্পৃক্ততার প্রয়োজন হয় না। এটি অটোপাইলট ব্যবহার করে পরিচালিত হয় এবং ভ্রমণের প্রতিটি পর্যায়ে নিজেই নিজেকে নিয়ন্ত্রিত করতে পারে। টেকঅফ, স্বাভাবিক ফ্লাইট এমনকি লেন্ডিং এর মতো কাজগুলোও এটি একা একাই সম্পন্ন করতে পারে। ধারণা করা হয়, যাত্রীবাহী বিমানের ক্ষেত্রে এটি ব্যাপক পরিবর্তন সাধিত করবে। তাছাড়া, যুদ্ধ ক্ষেত্রেও এ বিমান দারূণভাবে কাজে লাগানো যায়। এটি স্বয়ংক্রিয়ভাবে ও অত্যন্ত নিখুঁততার সাথে পরিকল্পিতভাবে বিমান হামলা চালাতে পারে। এককথায়, বাহনের ক্ষেত্রে এটি যুগান্তকারী পরিবর্তন আনয়ন করবে বলেই ধারণা করা হচ্ছে।
হিউম্যান সাইবারনেটিক এইচআরপি (Human Cybernetic HRP-4C)
হিউম্যান সাইবারনেটিক এইচআরপি রোবটটি অবিকল মানুষের মতো দেখতে। এর মুখায়বে জাপানী মেয়ের চেহারা নিখঁতভাবে ফুঁটিয়ে তোলা হয়েছে, দেখে মনে হতে পারে ১৯-২০ বয়সের কোন মেয়ে। এটি ছোট নাক এবং কাঁধ পর্যন্ত চুলের অধিকারী এক অপরূপ সুন্দরী নারী রোবট। এই রোবটটির বিশেষত্ব হচ্ছে এটি একটি মডেল কন্যা! মডেলদের ড্রেস পরে এই রোবটটি ৪২ রকমের স্টাইলে ক্যাটওয়াক করতে পারে। এর ব্যবহার অনেকটা স্বাভাবিক মানুষের মতো। যা সহজেই যেকোন মানুষের মন জয় করতে পারে। এটিকে মনে করা হয় নিকট ভবিষ্যতের স্বয়ংক্রিয় মানুষের অন্যতম মডেল হিসেবে। এই ধরনের রোবটের মতো আরও কিছু রোবট রয়েছে যারা দেখতে শুধু সুন্দরীই নয় বরং কেউ ওদের বিরক্ত করলে বা বাজে ব্যবহার করলে ঠাপ্পড়ের সাথে সাথে ইলেকট্রিক শক দেয় এবং প্রয়োজনে কর্তৃপক্ষের নিকট নালিশ পর্যন্ত জানাতে পারে।
স্পাইকি (Spykee) হোম সিকিউরিটি রোবট
এই ধরনের রোবটগুলো ঘর পাহারা দেওয়ার কাজে ব্যবহার করা হয়। এতে রয়েছে একাধিক সিসিটিভি ক্যামেরা। প্রয়োজনে কোনো বিপদ দেখলে এরা সাবধান করে দিতে পারে। এটি চালানোর জন্য ব্যাটারীর প্রয়োজন হয় এবং প্রয়োজনের সময় এটি নিজেই নিজের চার্জের ব্যবস্থা করতে পারে। গোয়েন্দাগিরির কাজেও এই ধরনের রোবটগুলো বিশেষভাবে পারদর্শী।
ঘরের কাজে সাহায্যকারী রোবট (Maid Robot)
এই ধরনের রোবটগুলো খুব মজার। এরা প্রয়োজনে আপনাকে ঘরের কাজে সাহায্য করবে, চা বানিয়ে দিবে, এমনকি রান্না-বান্নার কাজেও এ ধরনের রোবটগুলো বিশেষভাবে উপযোগী। এরা পরিস্কার-পরিচ্ছন্নতার কাজেও বিশেষভাবে পারদর্শী। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো, এ ধরনের রোবটগুলো আপনার একাকীত্ব দূর করার জন্য আপনার সাথে কথা বলে আপনাকে সময় কাটাতেও সহায়তা করবে, কিন্তু এক্ষেত্রে তারা তাদের প্রোগামের বাইরের কোন কথা আপনার সাথে বলবে না, যা কথাবার্তা তারা বলবে তা আগে থেকেই প্রোগ্রাম করা থাকতে হবে।
Post a Comment